প্রেস বিজ্ঞপ্তি (২১ ডিসেম্বর, ২০২৩): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথের কথাসাহিত্য বিষয়ক একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে একক বক্তৃতা করেন ভারতের পশ্চিমবঙ্গের পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শৈবাল রায়। একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি বলেন, রবীন্দ্রনাথ কথাসাহিত্য সৃজনে প্রতিনিয়ত ভাঙা গড়ার মধ্য দিয়ে গেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমানে উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক বলেন, রবীন্দ্রনাথের কথাসাহিত্যের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ছোটগল্প। সেই ছোটগল্পের ভিত্তিভূমি পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি নর্র্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস বলেন, উপন্যাসের মধ্যে মনোবিজ্ঞান অত্যাবশ্যকীয় উপাদান। রবীন্দ্র্রনাথ সেই মনোবিজ্ঞানকে তাঁর উপন্যাসে অত্যন্ত গুরুত্বের সাথে প্রবিষ্ট করেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম। বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট অনুষ্ঠানে সভাপতিত্ব কেেরন। প্রভাষক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সহযোগি অধ্যাপক নূরে-এলিস আকতার জাহানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।