প্রেস বিজ্ঞপ্তি (২১ নভেম্বর, ২০২৩): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ৫৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, সদস্য (পদাধিকারবলে) মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রাস্টিবোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, সদস্যসচিব ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝর, সদস্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, ফয়সাল খালিদ শুভ, ডা. বিপাশা ইসলাম, রাকাবের জোনাল ম্যানেজার (পদাধিকারবলে) শেখ মো. রেজাউল ইসলামসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।