যথাযথ মর্যাদায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি (২১ ফেব্রুয়ারি, ২০২৫): যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসের শুরুতে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন এবং সকাল ৯টায় রাবি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাসে আলোচনা সভা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বাংলা বিভাগের আয়োজনে সৃজনশীল লেখার পুরস্কার বিতরণ করা হয়। সৃজনশীল লেখায় ১ম স্থান, ২য় ও ৩য় স্থান অধিকার করেন বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন মুন, জাকারিয়া এবং শাহরিয়ার আহম্মেদ আসিফ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, কলা ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুর রউফ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসান ঈমাম সুইট। বিজয়ীদের পুরস্কার হিসেবে ২,৫০০, ২০০০ ও ১৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির ছাত্র কল্যান উপদেষ্টা ড. নূরে এলিস, টিএসসির পরিচালক ড. নাসরিন লুবনা, প্রক্টর নুর-ই-আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।