মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি (২১ ফেব্রুয়ারি ২০২০): ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলাভাষা’ প্রতিপাদ্যে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে শুক্রবার সকালে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় নগরীর আলুপট্টিস্থ একাডেমিক ভবনের সামনে থেকে প্রভাতফেরী র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরী প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা পুস্পস্তক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম.সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন- বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। প্রত্যাশা ও প্রাপ্তির মাপ-জোকে আসে বার বার একুশ। বর্তমানে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়।