প্রেস বিজ্ঞপ্তি (২০ নভেম্বর, ২০২৩): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক মো. আনসার উদ্দীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সোমবার (২০ নভেম্বর, ২০২৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে তিনি এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, মাননীয় রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।