নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেরা শিক্ষার্থী পদক প্রদান

১৮ এপ্রিল ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : News & Events Imageনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)র বিজনেস স্টাডিজ বিভাগের আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এবং ফল-২০১৮ এর “সেরা শিক্ষার্থী’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপক আবদুল কুদ্দুসের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে এনবিআইইউ’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক বলেন, একজন শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রের ভিতরের প্রতীভাকে খুঁজে বের করা। এই প্রথম বিজনেস স্টাডিজ বিভাগ সঠিক সময়ে সঠিক কাজটি করতে পেরেছে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির ধারা অব্যাহত রেখে অন্যান্য যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। উন্নত শিক্ষার জন্য উন্নতমানের শিক্ষক দরকার। এখানে তা রয়েছে। অনুষ্ঠানে কবি সাহিত্যিক ও নারীনেত্রী এনবিআইইউ এর চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চা, খেলাধুলাসহ আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে এ বিশ্ববিদ্যালয় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আগামীতে মেয়েদের প্রতিযোগিতায় আন্তঃবিভাগ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি প্রখ্যাত লোকবিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল ও রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক সাজেদুল ইসলাম, নাইমা রহমান, ইদ্রিস আলী, অনুসূয়া সরকার, মোখলেসুর রহমান পলাশ, আসমা আক্তারুন নাহার, আহসান আহমেদ, প্রাপ্তি সাহা প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষার্থী সানজিদা আফরিন জুহির রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করে প্রক্টর অধ্যাপক ড. মো. আজিবার রহমান।