প্রেস বিজ্ঞপ্তি (১৭ জুলাই ২০২৩) : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস-কে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৭ জুলাই, ২০২৩) দুপুরে ইউনিভার্সিটির উপাচার্যের রাবি সায়েন্স ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ এবং উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় এনবিআইইউ উপাচার্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে রাবি ও এনবিআইইউ'র শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরামর্শ প্রদান করেন। রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি কারিমা খাতুন, সাধারণ সম্পাদক মাসুদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।