এনবিআইইউতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি (১৭ মার্চ ২০২১): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কথাসাহিত্যিক ও নারী উদ্যোক্তা অধ্যাপক রাশেদা খালেক।

উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। আরো বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রউফ। ড. নাসরীন লুবনার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কোঅর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।