নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি (১৬ ডিসেম্বর, ২০২৫): যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দিনটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও নিরবতা পালন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজয় দিবস উপলক্ষে দুইদিনব্যাপী ক্যাম্পাসে আলোক সজ্জা করা হয়।