নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি (১৬ ডিসেম্বর, ২০২৪): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এদিন ক্যাম্পাস প্রাঙ্গনে শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, ছাত্র উপদেষ্টা ড. নূরে এলিস আকতার জাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলী, টিএসসির পরিচালক ড. নাসরীন লুবনা, সহকারী প্রক্টর নূর-ই-আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোকসজ্জা করা হয়।