নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫ সেপ্টেম্বর ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : nbiu 6th anniversaryনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হযেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর, ২০১৯) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী, নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় স্বাগত বক্তব্যে তিনি বলেন, আমরা যা বলি তা করি না। আমরা কথা বলি বেশি কাজ করি কম। প্রাণশক্তি, সাহস, উদ্দিপনা, উৎসাহ নিয়েই সামনে এগোনো যায়। নিজেকে জাগানো যায় সামাজিক ও পারিবারিক পরিবেশে। দেশীয় সাংস্কৃতিক চেতনা, মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষাকে উদ্বুদ্ধ করে। আমরা নৈতিক শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি। আজ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ বছরে পর্দাপণ করলো। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে সাফল্যের শীর্ষে অবস্থান করছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামীতে বিশ্ববিদ্যালয়ের আরো সমৃদ্ধি অর্জনে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, আনুষ্ঠানিক জ্ঞান অর্জনের একটি ক্ষেত্র বিশ্ববিদ্যালয়। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়। অল্পসময়ে দেশে-বিদেশে এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অতিথি শিল্পীবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।