নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে বসন্ত বরণ, পিঠামেলা ও সরস্বতী পূজা উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি (১৪ ফেব্রুয়ারি ২০২৪) : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী বর্ণিল আয়োজনে বসন্তবরণ, পিঠামেলা ও সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। বসন্তকে বরণ করতে রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজন করা হয় এ উৎসব। এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাস প্রাঙ্গনকে মুখরিত করে। দিনব্যাপী ক্যাম্পাসে শিক্ষার্থীরা হরেম রকম পিঠা নিয়ে স্টল দেন। বসন্তকে বরণ করতে শিক্ষার্থীরা বাহারী রঙের পাঞ্জাবি, শাড়ি ও মাথায় ফুলের মুকুট পরে এসেছিলেন ক্যাম্পাসে। নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন। শিক্ষার্থীরা বলেন, বসন্ত মানেই উৎসব আর রঙ। আর আমাদের নিজস্ব ক্যাম্পাসে এ বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করায় আমরা গর্বিত। টিএসসি চত্বরে সরস্বতী পূজা ও ক্যাম্পাস প্রাঙ্গনে পিঠামেলা পরিদর্শন করেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, মাননীয় ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, আইকিউএসসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষকবৃন্দ। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ফায়েকউজ্জামান, রাবির ইতিহাস বিভাগের প্রফেসর ড. আবুল কাশেম পিঠামেলা পরিদর্শন করেন।