প্রেস বিজ্ঞপ্তি (১২ ডিসেম্বর, ২০২৩): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং এনবিআইইউ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আনসার উদ্দীন ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় এবং বিভাগের শিক্ষক ড. স্বপ্না খাতুন নতুন চাকরিতে যোগদান করায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তাঁদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসে বিভাগের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্র্ধনা প্রদান অনুষ্ঠানে ইউনিভার্র্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, মাননীয় প্রতিষ্ঠাতা উপাচার্য ও উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মকসুদুর রহমান ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।