বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পাওয়া অধ্যাপিকা রাশেদা খালেক-কে অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি (০৯ ফেব্রুয়ারি ২০২০): “শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী” নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী, কবি ও কথাসাত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা-এর নিকট হতে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এই গৌরবান্বিত পুরস্কার অর্জন করার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা নারী অধ্যাপিকা রাশেদা খালেক। আমি সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একজন নারী হিসেবে শিক্ষা ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তারই স্বীকৃতি এই পুরস্কার। এতে তিনি নিজে যেমন সম্মানিত হলেন বিশ্ববিদ্যালয়েরও সম্মান বাড়লো। এ জন্য অধ্যাপিকা রাশেদা খালেককে এই বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সাথে যারা অধ্যাপিকা রাশেদা খালেককে এই পুরস্কারে ভূষিত করলেন তাদেরকেও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।