নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি (০৬ ডিসেম্বর, ২০২৪): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও প্রখ্যাত গবেষক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তী। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মোসা: নূর-এ এলিস আখতার জাহান, আইকিউএসি ডিরেক্টর মো: সাজেদুল ইসলাম, এসিস্টেন্ট প্রক্টর এ জে এম নূর-ই-আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইদ্রিস আলী। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তথ্য প্রযুক্তি ও আধুনিকতার এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের ক্যারিয়ার ও জীবনে সফলতা অর্জনে প্রয়োজন দক্ষতা অর্জন ও ধৈর্য্যশীল হওয়া। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ড স্কিল এর থেকেও গুরুত্বপূর্ণ হলো সফট স্কিল ডেভেলপমেন্ট।” অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করে স্নাতক ৩০ ব্যাচ ও মাস্টার্স ২৮ ব্যাচের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে কেক কেটে বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করেন। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশনায় ছিল রিমঝিম নৃত্য গোষ্ঠী ও গান পরিবেশন করে ব্যান্ড দল ছিন্নপাতা।