এনবিআইইউতে চারদিনব্যাপী লিডারশীপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু

News & Events Image

৬ মার্চ, ২০১৮:
প্রেস বিজ্ঞপ্তি : যুবসমাজকে সামাজিক নেতৃত্ব দানে উদ্বুদ্ধ করতে ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম এর যৌথ উদ্যোগে রাজশাহীতে চারদিনব্যাপী লিডারশীপ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে নগরীর আলুপট্টিস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘অ্যাক্টিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ ট্রেনিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় যুবসমাজকে নাগরিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক সামাজিক উদ্যোগ গ্রহণের সক্ষমতা তৈরীর মাধ্যমে সামাজিত নেতৃত্বদানে উদ্বুদ্ধ করা হয়। কর্মশালায় সিসিডি বাংলাদেশের ৮৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আগামী ০৯ মার্চ প্রথম পর্বের এই কর্মশালা শেষ হবে।