নানা আয়োজনে নবীনদের বরণ করলো নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রেস বিজ্ঞপ্তি (০৬ ফেব্রুয়ারি ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) নানা আয়োজনে স্প্রিং-২০২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। একই সাথে ফল-২০১৯ ব্যাচসমূহের মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোঙ্গ ও চিত্তগ্রাহী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী, সংগঠক ও কথাশিল্পী অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের সুবাসিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি নবীনদের বলেন- সুশিক্ষা, আচার-আচরণ, জীবন ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় নবীনদের এগিয়ে যেতে হবে। জীবনে প্রতি ক্ষেত্রে জয়লাভ করতে হবে। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউসিভার্সিটি শিক্ষার্থীদের সেই চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেনÑ এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই শিক্ষার্থীদেরকেও চিন্তা-চেতনা, শিষ্টাচার, জ্ঞান অন্বেষণ, স্বনির্ভর এবং সকল ক্ষেত্রে কর্মমুখি ও আধুনিক হয়ে গড়ে উঠতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বড় বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ি কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সদস্য অট্রেলিয়া প্রবাসী ফয়সাল খালিদ শুভ বলেন- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তজার্তিকমানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে যুগোপযোগি শিক্ষা গ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, ফোকলোর বিজ্ঞানী প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। নবীন শিক্ষার্র্থী সুর্বণা আক্তার, জাওয়াদ আহম্মেদ রাফি, স্নেহাসিস বান্ধা, আইয়ুব আলী, মাহমুদুল হাসান, প্রূবী রায় ও আসমা প্রবীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার চমৎকার পরিবেশ নিয়ে আলোচনা করেন। আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনার সঞ্চালনায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, কো-অর্ডিনেটর,শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।