আইন বিভাগের উদ্যোগে নবীন বরণ বিদায় ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি (০৫ অক্টোবর, ২০২৩): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে অটাম-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সম্মাননা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী, সংগঠক ও সুসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারি অধ্যাপক ড. নাসরিন লুবনা। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক সাবিহা ইয়াসমিন, নূর-ই- আলম, তাপস কুমার, সোহেল রানা। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।