নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি (৫ জানুয়ারি ২০২০): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)’র নবম সিন্ডিকেট সভা ৫ জানুয়ারি রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর আলুপটিস্থ ইউনিভার্সিটির উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য ও সভাপতি (সিন্ডিকেট) বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপিকা রাশেদা খালেক, ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. হাবিবুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ফারজানা নিক্কন, রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. জাফর সাদিক, এনবিআইইউ’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মকসুদুর রহমান, অধ্যাপক (অব.) রুহুল আমিন প্রামানিক এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব রিয়াজ মোহাম্মদ। সিন্ডিকেট সভা থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম এবং অধ্যাপক (অব.) রুহুল আমিন প্রামানিক প্রফেসর ড. আবদুল খালেক-কে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইউজিসির তালিকায় ভালোমানের বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়া ও সুষ্ঠুভাবে পরিচালনায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক-কে ফুলেল শুভেচ্ছা জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক রুহুল আমিন প্রামানিক।