এনবিআইইউ’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

০২ আগস্ট ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : News & Events Imageনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামার ব্যাচের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদেরকে অতিথিবৃন্দ সম্মাননা স্মারক, সনদপত্র প্রদান করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন-নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ একটি সৃজনশীল বিভাগ। চর্চা মানুষকে দক্ষ করে গড়ে তোলে। একাডেমিক পড়াশুনার বাইরে এই বিভাগে সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। যা প্রতিযোগিতামূলক চাকুরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বিভাগের শিক্ষকদের এ ধরণের কার্যক্রম পরিচালনা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মাস্টার্সের শিক্ষার্থী-জাহানারা বেগম, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, মীর জান্নাতুন ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোদন মহন দে, চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান ও প্রক্টর ড. আজিবার রহমান। প্রভাষক তামান্না সিদ্দিকী-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল্লাহ সরকার ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।