ড. জোহা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

১৮ ফেব্রুয়ারি ২০১৯ :
প্রেস বিজ্ঞপ্তি : ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের শ্ক্ষিার্থীদের রক্ষায় যে আত্মত্যাগ করেছেন তার স্মরণে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (এনবিআইইউ) শহীদ ড. জোহা দিবসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত একঘন্টা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও দাফতরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এসময় বিশ্বদ্যিালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় ড. জোহা দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক। আলোচনা সভায় স্মৃতিচারণ করেন ড. জোহার সহযোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারি প্রক্টর, পরবর্তীতে রাবির উপাচার্য এবং বর্তমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। প্রফেসর খালেক ড. জোহার জীবনী ও নিহতের সময় প্রত্যক্ষদর্শী হিসেবে স্মৃতি তুলে ধরেন। এসময় তিনি ড. জোহা-কে ১ম শহীদ বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করে এই দিনটিকে জাতীয়ভাবে পালন ও সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণার দাবি জানান।
News & Events Image সভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র পরবর্তীতে শিক্ষক, বর্তমানে এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুকসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী প্রমুখ। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. জোহার মাজারে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ড. জোহা-কে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দাবানল’ প্রর্দশন করা হয়।